মালদা

PHE -র জল না পাওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের।

প্রায় ৭ দিন ধরে জল না পাওয়ায় পি এইচ ই পাম্পেরা সামনে বিক্ষোভ দেখাল গ্রামের এক দল মহিলারা। রবিবার পুরাতন মালদা মহিষবাথানী অঞ্চলের আদিনা এলাকায় থাকা পি এইচ ই পাম্পেরা সামনে এই বিক্ষোভ দেখানো হয়। গ্রামবাসীদের অভিযোগ প্রায় ৭ দিন ধরে  পি এইচ ই থেকে জল দেওয়া বন্ধ করেছে ওই পাম্পের দায়িত্বে থাকা কর্মীরা। পানীয় জল বলতে একমাত্র ভরসা এই  পি এইচ ই-র জল। গ্রামে বেশ কিছু টিউবেল থাকলেও তা থেকে জল ওঠেনা। এমনকি সাব মার্শালটিও বেশ কিছুদিন ধরে বন্ধ রাখা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এমন অবস্থায় পানীয় জলের জন্য সমস্যায় পরেছে গ্রামের মানুষেরা। তাই তারা এদিন  পি এইচ ই পাম্পের সামনে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে  পি এইচ ই পাম্পের ভুমিদাতা বিরেন বাবু জানান, ২০১০ সালে এই  পি এইচ ই পাম্পের কাজের জন্য তিনি জমি দিয়েছে।  পি এইচ ই কর্ম কর্তাদের প্রায় ৭ বছর কেটে গেল এখনও পর্যন্ত কোন বেতন পাননি তিনি। তিনি অভিযোগ করে বলেন বিডিও ও প্রধান সবাইকে লিখিত ভাবে বেতনের বিষয়টি জানান তিনি। কিন্তু আজকাল করে করে ৭ টি বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেননি সরকারি আধিকারিকেরা। ফলে যতো দিন না বেতনের ব্যবস্থা করা হচ্ছে তত দিন তিনি পাম্প চালাবেন না বলে জানান।